নিজস্ব প্রতিবেদক►
দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গাইবান্ধা জেলা পরিষদ আজ সোমবার (২৩ অক্টোবর) অস্বচ্ছল পুরোহিত ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় জেলা পরিষদের নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য এম.এস. রহমান, সদস্য শহিদুল ইসলাম শান্ত, সহকারি প্রকৌশলী সিরাজুল ইসলাম, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শংকর চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী।