নিজস্ব প্রতিবেদক ►
পরিবেশ রক্ষায় দুর্যোগপ্রবণ এলাকার শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহী করতে এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে বন্যা ও নদীভাঙ্গন প্রবণ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা এম.সি উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
এসকেএস ফাউণ্ডেশনের Promoting Disaster Ready Inclusive Preparedness toward Adaptation (PRODRIPTA) প্রকল্পের আওতায় আজ ৬ জুন ২০২৩ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এম.সি উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব খোকনের সভাপতিত্বে আলোচনাসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বনায়ণ, গাইবান্ধা জোনের ভারপ্রাপ্ত বনকর্মকর্তা এ.এইচ.এম শরিফুল ইসলাম মণ্ডল। তিনি বলেন, ’গাছ জীবন, গাছ প্রাণ, গাছ অক্সিজেন। তাই জীবন রক্ষার স্বার্থেই আমাদের গাছ লাগাতে হবে। আর গাছ লাগানোর অভ্যাস ও গাছের প্রতি ভালোবাসা আমাদের গড়ে তুলতে হবে ছাত্র জীবন থেকেই। তাহলেই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি সফল হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐ বিদ্যালয়েরই শিক্ষক এবং বেলকা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, PRODRIPTA কর্মসূচির ব্যবস্থাপক এসএম জগলুল রাজীব, টেকনিক্যাল সমন্বয়কারী বায়েজীদ বোস্তামী ও বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী। এর আগে, প্লাস্টিক দূষণ রোধে করণীয়- এই বিষয়ের ওপর শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা হয়। যাতে ২০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ২০ জনকেই একটি করে ফলজ গাছের চারা উপহার দেয়া হয় এবং বিজয়ী ৩ জনকে গাছের চারার পাশাপাশি একটি বই উপহার দেয়া হয়। এছাড়া আলোচনাসভা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গনে ৫টি ফলজ গাছের চারা রোপন করেন অতিথি ও শিক্ষার্থীরা। এই সময় বিদ্যালয়ে ৯০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পুরস্কার হিসেবে গাছের চারা ও বই প্রদান প্রসঙ্গে এসকেএস ফাউণ্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, “বই পড়লে জ্ঞান বাড়ে এবং জ্ঞান বাড়লে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হবে। সচেতন হলে মানুষ বেশি করে গাছ লাগাবে। তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”