নিজস্ব প্রতিবেদক ►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি ২০২৪খ্রি: ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উল্লিখিত নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১৭ ডিসেম্বর ২০২৩খ্রি:। প্রার্থীতা প্রত্যাহারের পরদিন আজ ১৮ ডিসেম্বর ২০২৩ তারিথে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের অনুকুলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২০ অনুচ্ছেদ মোতাবেক প্রতীক বরাদ্দ করা হবে।
২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর সকাল ১০.৩০টা থেকে ১০.৪৫টা পর্যন্ত, ৩০ গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) সকাল ১০.৪৫টা থেকে ১১.০০টা পর্যন্ত, ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সকাল ১১.০০টা থেকে ১১.১৫টা পর্যন্ত, ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সকাল ১১.১৫টা থেকে ১১.৩০টা পর্যন্ত এবং ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সকাল ১১.৩০টা থেকে ১১.৪৫টা পর্যন্ত।
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ সংক্রান্ত ব্রিফিং ১৮ ডিসেম্বর সকাল ১১,৪৫টা হতে ১২.০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। বর্ণিতাবস্থায়, উল্লিখিত তারিখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণকে যথাসময়ে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল।