Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-২-২০২৪, সময়ঃ রাত ০৭:২২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ১নং রেলগেটে এ কর্মসূচি পালন করে দলের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু ও এমদাদুল হক মিলন, ছাত্রনেতা ওয়ারেছ সরকার প্রমুখ। 

বক্তারা অবিলম্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল ও সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান। সেইসাথে তারা শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু, খেলাপি ও পাচারের টাকা উদ্ধার এবং টাকা পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে ১নং রেলগেটে জেলা সিপিবির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad