নিজস্ব প্রতিবেদক►
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
পার্টির সদর উপজেলা কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিপিবি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ।
কমরেড মিহির ঘোষ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায়ের দুই মাস পার হলেও এখনও জনজীবনে স্বস্তি ফিরছেনা, নিত্যপণ্যের বাজারে আগুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক, চাঁদাবাজি-সিন্ডিকেট আগের মতই, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে মাত্র। এদেশে বারবার মানুষের জীবন দান বৃথা হবে তা মেনে নেয়া যায় না। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে। সেই সাথে গ্রামীণ গরীব মানুষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ যেসকল ভাতা বন্ধ রাখা হয়েছে তা অবিলম্বে প্রদানেরও দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।