নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে যাত্রার নামে নগ্ন নৃত্যের অভিযোগ উঠেছে। গত পহেলা জুন থেকে ‘আনন্দ অপেরা’ যাত্রা মঞ্চে নামে এই নগ্ন নৃত্য চলছে বলে জানা যায়। এর প্রেেিক রাত যত গভীর হয় নগ্নতা ততই বাড়ে শিরোনামে গত বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলা প্রশাসনের। যাত্রাপালার আয়োজক কমিটির সমন্বয়ক মতিউর রহমান মামুনকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে জেলা প্রশাসন । বৃহস্পতিবার বিকেলের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) ইকবাল হোসাইন স্বারিত এক নোটিশে সূত্রে এ তথ্য জানা যায়।
নোটিশে উল্লেখ করা হয়, পতিসর ফুটবল মাঠে আয়োজিত যাত্রাপালার বিষয়ে যাত্রার নামে নগ্নতা চলছে। দশ টাকার বিনিময়ে মেয়েদের বিশেষ অঙ্গে হাত, রাত যত গভীর হয়, নগ্নতা ততই বাড়ে ইত্যাদি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেেিত শর্ত ভঙ্গের কারনে কেন উক্ত যাত্রাপালা বন্ধ করা হবে তা অনতিবিলম্বে কারণ দর্শনার নির্দেশক্রমে বলা হলো। নোটিশটির অনূলিপি পুশিল সুপার ও আত্রাই উপজেলা নিবার্হী কর্মকর্তাকে প্রদাণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য যাত্রা মঞ্চের সমন্বয়কারী মতিউর রহমান মামুনের মুঠোফোনে একাধিকার ফোন করা হলে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, জেলা প্রশাসন এর প থেকে কারণ দর্শনার নোটিশের অনুলিপি ও নিদের্শনা পেয়েছি। যাত্রাপলার নামে যেন কোন অশ্লিতা ও নগ্নতা না হয় সেদিকে আমরা নজর রাখবো।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) ইকবাল হোসাইন বলেন, যাত্রাপলার নামে অশ্লিলতা ও নগ্ন নৃত্য পরিবেশন করা হচ্ছে। বিষয়টি কয়েকটি সংবাদ মাধ্যমে দেখার পর আমাদের নজরে আসে। যার কারণে তাৎণিক ভাবে যাত্রা মঞ্চের সমন্বয়কারীকে কারণ দর্শনার নোটিশ প্রদান করা হয়েছে। এমন অশ্লিলতা যেন আগামীতে না সেদিকে আমাদের দৃষ্টি থাকবে।
উল্লেখ্য, গত ৮মে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় আয়োজন হিসেবে পতিসরে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে রবীন্দ্র জন্মোৎসব শেষ হয়। এর পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের রবীন্দ্র ভক্ত দাবী করে রবীন্দ্র জন্মজয়ন্তীর নামে জেলা প্রশাসক বরাবর মাসব্যাপী পতিসর এলাকার রথীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠে যাত্রাপালার আবেদন করেন। যেখানে গ্রামীণ যাত্রাপালা পরিবেশনের জন্য ‘আনন্দ অপেরা’ যাত্রা পালার নামে গত পহেলা জুন থেকে নগ্ন নৃত্য পরিবেশন করা হচ্ছে। রাত ১১টার পর থেকে চলে এই নগ্নতা। সেখানে ২০০টাকা থেকে ৮০০টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।