নওগাঁ প্রতিনিধি ►
তৃতীয় ধাপে সারা দেশের ন্যায় নওগাঁর সদর ও পত্নীতলা উপজেলায় দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই উপলক্ষে সদর উপজেলার পার নওগাঁ এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউএনও মির্জা ইমাম উদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন একটি ফলক উন্মোচন করেন এবং মসজিদটি ঘুরে দেখেন। এসময় সাংসদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে ইসলামের শিক্ষা পৌছে দিতে উপজেলা পর্যায়ে এই মডেল মসজিদ ও চর্চা কেন্দ্রগুলো নির্মাণ করছেন। আগামীতেও এরকম উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য বর্তমান সরকারের কোন বিকল্প নেই।