নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। “পাশে আছি সব সময়” শ্লোগানে বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার নওগাঁ পুলিশ লাইন্স মাঠে প্রায় ৫শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।
মহা-পুলিশ পরিদর্শকের দিক নির্দেশনা মোতাবেক পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েনের সভাপতি মনিরুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী এসব কম্বল বিতরন করেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রকিবুল হাসান ইবনে রহমান, ডিআইও ওয়ান মোঃ মোবারক হোসেন, নওগাঁ জেলা প্রেসকাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটনসহ জেলা পুলিশ ও প্রেসকাবের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নওগাঁ জেলা সদর ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫শ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।
এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন পুলিশ মানুষের বন্ধু। এক বন্ধুর বিপদে আরেক বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এটাই সত্য। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশও শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমরা সব সময় চেস্টা করি দেশের বিভিন্ন দুর্যোগে অসহায় ও গরীব মানুষগুলোর পাশে দাঁড়াতে। বাংলাদেশ পুলিশের এই ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।