Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৩

নওগাঁয় পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার মাজিদুল

নওগাঁয় পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার মাজিদুল

নওগাঁ প্রতিনিধি  ►

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরির নামে জাল নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মাজিদুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

বুধবার রাতে নওগাঁর ধামুইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর মাজিদুলকে ধামুইরহাট থানাপুলিশের হাতে সোর্পদ করা হয়েছে। গ্রেপ্তার মাজিদুল জেলার সাপাহার উপজেলার কোচ কুড়–লিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।এঘটনায় মাজিদুলের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ মোস্তফা জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মাজিদুল নিজেকে আনসারের ভূয়া সার্কেল অ্যাডজুটেণ্ট হিসেবে পরিচয় দিয়ে ধামুইরহাট উপজেলার চৈতন্যপুর গ্রামের জনৈক এক নারীকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকুরি দেয়ার নামে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়। এর পর ওই নারীকে ভূয়া নিয়োগপত্র প্রদান করে। পরে চাকুরিতে যোগ দিতে যাবার সময় ওই নারী জানতে পারেন তাকে জাল নিয়োগপত্র দেয়া হয়েছে।

এর পর র‌্যাব ৫,সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বুধবার রাত পৌনে ৯টায় জেলার ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ মাজিদুলকে গ্রেপ্তার করে। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার মাজিদুলসহ আরো ২/৩জনের একটি প্রতারক চক্র  কখনো চাকরির ভুয়া আশ্বাস দিয়ে,কখনো জাল নিয়োগ পত্র দিয়ে দরিদ্র জনগোষ্ঠির সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত।

ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ভুক্তভোগী এক নারী বাদী হয়ে মাজিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার মাজিদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad