Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৩-২০২৩, সময়ঃ সকাল ১১:৩০

নওগাঁয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নওগাঁয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নওগাঁ প্রতিনিধি  ►

নওগাঁয় বিভিন্ন বয়সের শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবিরের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্য প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, জেলা প্রেসকাবের সভাপতি মো. কায়েস উদ্দিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ২৩জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসআমে হুমায়ন কবির জানান এ পর্যন্ত জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হিসেবে জেলার ১১টি উপজেলার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫শত ১৯টি হুইল চেয়ার, ২৭টি ক্র্যাচ, ১শত ৫৩টি সাদাছড়ি, ৩৭টি হেয়ারিং এইভ, ৯টি ট্রাইসাইকেল, ৭টি কর্ণার চেয়ার ও ৭টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে। 

তিনি আরো বলেন প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় সেই ধারণা থেকে সকলকে বেরিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে এই সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল বয়সের মানুষদের জন্য নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে। প্রতিবন্ধীরাও দেশের সম্পদ। এই শিশুদের আদর, ভালোবাসা ও ¯েœহ দিয়ে বড় করতে পারলে এরাও স্বাভাবিক মানুষদের মতো দেশ ও সমাজের জন্য আর্শীবাদ হতে পারে। তাই শারীরিক প্রতিবন্ধী বিষয়ে যে কোন সহযোগিতা পাওয়ার জন্য এই অফিস খুলে দিয়েছে সরকার। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad