নওগাঁ প্রতিনিধি►
নওগাঁয় করোনা মহামারির সময়ে অনলাইনে গ্রহণ করা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ পুরস্কার বিজয়ী হিসেবে সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার মুরাদ আহমেদের হাতে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মন্ত্রণালয়ের লার্নিং এন্ড আর্নিং ডেভেল্পমেন্ট প্রকল্পের মাধ্যমে করোনা মহামারির সময়ে অনলাইনে ফ্রিলান্সিং প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন।
এই প্রশিক্ষণ শেষে সর্বোচ্চ আয়কারী প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ২৫জনকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিজয়ী করে পুরস্কার হিসেবে একটি করে ল্যাবটপ কম্পিউটার প্রদাণ করা হয়। পুরস্কার প্রাপ্তিদের মধ্যে নওগাঁর ৩জন ও দেশের বিভিন্ন এলাকার ২২জন প্রশিক্ষণার্থী রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন, অফিস সহকারি জিলস্নুর রহমান প্রমুখ।