নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁয় বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) চত্বরে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জেলা প্রশাসন দল সিভিল সার্জন দলকে হারিয়ে জয় লাভ করে। পরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিজয়ী-বিজতদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এসময় কারিগরি প্রশিক্ষ কেন্দ্রের অধ্যক্ষ (টিটিসি) ওহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলায় মোট ৮টি দল অংশ নেয়। এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন সুস্থ্য দেহ আর মন নিয়ে বেঁচে থাকতে হলে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। শত ব্যস্ততার মাঝেও এই ধরণের টুর্নামেন্ট সত্যিই এক বিস্ময়কর। মাঝে মধ্যে এই ধরণের আয়োজন কাজে যেমন স্পেহা বাড়ায় তেমনি ভাবে শারীরিক স্বক্ষমতাও বৃদ্ধি করে। এই ধরণের আয়োজন আলাদা আলাদা বিভাগের মাঝে নতুন করে ভ্রাতৃত্ববোধেরও সৃষ্টি করে। তাই আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার প্রতি তিনি তাগিদ প্রদান করেন।