Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:১০

নওগাঁয় র‌্যাবের অভিযানে অপহৃত তিনজন উদ্ধার ॥ অপহরনকারীর একজন গ্রেপ্তার

নওগাঁয় র‌্যাবের অভিযানে অপহৃত তিনজন উদ্ধার ॥ অপহরনকারীর একজন গ্রেপ্তার

আব্দুর রউফ রিপন, নওগাঁ  ►

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরনের অভিযোগে মাসুদ রানা (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় বদলগাছী থানায় রোববার বিকেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্প থেকে রোববার (৫মার্চ) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  

র‌্যাব জানায়, নওগাঁর বদলগাছী উপজেলার মামুদপুর গ্রামের রাজেন কুজুরের দুই ছেলে ও রাজেন কুজুরের ভাতিজা চন্দন কুজুর,সুশান্ত কুজুর ও চঞ্চল কুজুর শনিবার দুপুরে উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারে বেড়াতে যায়। এর পর বাড়ী ফেরার সময় মাসুদ রানাসহ ৪/৫জন ওই তিনজনকে অপহরণ করে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে একটি বাঁশ ঝারের মধ্যে আটকে রাখে।

এর পর অপহৃত স্বজনদের নিকট অপহরণকারীরা মোবাইলে ৫০হাজার টাকা দাবি করে। পরে স্বজনরা বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা দেয়। এর পরেও তিনজনকে ছেরে না দেয়ায় র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পে অভিযোগ করেন বাবা রাজেন কুজুর। অভিযোগের প্রেক্ষিতে শনিবার গভীর রাতে র‌্যাবের অভিযানিক দলের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বৌদ্ধবিহার এলাকা থেকে অপহৃত তিন ভাইকে উদ্ধারসহ অপহরণকারী মাসুদ রানাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাসুদ রানা উপজেলার পাঁচঘড়িয়ে গ্রামের মোকলেচার মন্ডলের ছেলে। র‌্যাব আরো জানায়, অপহরনকারী ওই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বৌদ্ধবিহারে আসা পর্যটকদের নানা ভাবে হয়রানী করে অর্থ আদায় করতো বলতে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তার মাসুদ রানা। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন,অপহরনের ঘটনায় রাজেন কুজুর বাদী হয়ে রোববার বিকেলে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার মাসুদ রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad