নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় নওগাঁ পৌরসভায় কিশোরীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন। ৯টি কিশোরী ক্লাবের দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল।
এসময় প্রধান অতিথি বলেন একটি সুস্থ্য ও মেধাবী আগামী প্রজন্ম গঠনে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই। বিশেষ করে কিশোরীদের খেলাধুলার প্রতি বেশি করে আগ্রহী করে তুলতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় সম্পৃক্ত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।