Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৭

নওগাঁয় ২টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্রবাজ রানা আটক

 নওগাঁয় ২টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্রবাজ রানা আটক

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর সদর থানার বাঙ্গাবাড়িয়া এলাকায় সোমবার পূর্বরাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান ও কার্তুজ ২ রাউন্ডসহ মোঃ সোহেল রানা শামীম (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত শামিম সদর থানার কোমাইগাড়ী দেওয়ানপাড়া গ্রামের আজগর আলী দেওয়ানের ছেলে। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা জানান, সোহেল রানা একজন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় অস্ত্রবাজ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে মুখ না খুলে। সে বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছে।

এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করত। তার নামে পূর্বে ৩টি মামলা রয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা দায়ের শেষে পুলিশের কাছে আটককৃত রানাকে সোর্পদ করা হয়েছে বলেও জানায় র‌্যাব। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad