Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৩-২০২৩, সময়ঃ দুপুর ০১:৫৭

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস-হুইপ ইকবালুর রহিম এমপি

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস-হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর প্রতিনিধি ►

বাংলাদেশ মুক্তির জন্য  বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ই মার্চ এক অনন্য দিন উল্লেখ করে  হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে এ দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ৭ মার্চের ভাষণ এই দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা। 

আজ মঙ্গলবার ৭ই মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

হুইপ আরোও বলেন, নতুন প্রজন্মের কাছে এ ভাষণ প্রেরণার উৎস। তরুণ প্রজন্ম এ ভাষণের প্রেরণায় জাতির পিতার সোনার বাংলাকে বিশ্বের বুকে একদিন তুলে ধরবে। নতুন প্রজন্মের কাছে এ ভাষণ প্রেরণার উৎস। 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন এদেশের মাটিতে বাজাতে দেয়নি, তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। 

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই, দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতানা বুলবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা স্যাটেলম্যান্ট অফিসার শামছুল আযম প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

এর আগে হুইপ ইকবালর রহিম এমপি ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad