নওগাঁ প্রতিনিধি►
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিআরটিএ সার্কেল দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে।
আজ রবিবার কর্মসূচির প্রথমেই বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী হারুন-উর-রশিদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দিন, বাস পরিবহন মালিক গ্রæপের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমি বাবু, ট্রাক পরিবহন মালকি গ্রুপের সভাপতি সালাউদ্দিন খান টিপু ও নিরাপদ সড়ক চাই জেলা সংগঠনের সভাপতি রায়হান আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।