নিজস্ব প্রতিবেদক►
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ (শনিবার, ৮ মার্চ) সকালে সংগঠনটির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদের জেলা সভাপতি মাহফুজা খানম মিতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সহসভাপতি কাকলী সাহা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম, সদস্য কেয়া ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ, সভ্যতা, সংস্কৃতি এগিয়ে গেলেও নারী অধিকারের নিশ্চয়তা সমাজে আজও প্রতিষ্ঠিত হয়নি। ফলে নারী নির্যাতন, সহিংসতা রয়ে গেছে; যা নারীর বিকাশের পথে বাঁধা। এই বাঁধা অতিক্রম করতে দরকার সমন্বিত প্রতিবাদ-প্রতিরোধ তা নাহলে নারীর অধিকার অধরাই থেকে যাবে।