মাধুকর ডেস্ক ►
ভারতের ধর্মশালায় বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে স্বাগতিক ভারত।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবার জায়গা পেলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।
আজ রবিবার (২২ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি।
চলতি আসরে এখন পর্যন্ত সবকটি ম্যাচে জয় নিয়ে দারুন ফর্মে আছে নিউজিল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ব্ল্যাক ক্যাপ্সরা। শীর্ষ স্থান ধরে রেখেই শিরোপা লড়াইয়ের পথে এগিয়ে যেতে চায় দলটি। অন্যদিকে, আসরে অপরাজিত আছে স্বাগতিক ভারতও। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিচিয়ে থাকায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে রহিত শর্মার দল। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলের লক্ষ্য ভারতের।
ভারতের স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ
নিউজিল্যান্ড স্কোয়াড:
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লেথাম (অধিনায়কও উইকেট রক্ষক), গ্লেন ফিলিপস, আমেরিকা চপমন, মিচেল সন্তনার, ম্যাট হেসনরি, লকি ফার্, ট্রেড বোন্টেন্ট