Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১২-২০২৩, সময়ঃ সকাল ১০:৩৬

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক►

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। বুধবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

এই টেস্টেও এক পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। সিলেট ম্যাচের দলটাকেই দেখা যাচ্ছে মিরপুরে। 

অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। সিলেট টেস্টে ব্যর্থ হওয়া স্পিনার ইশ সোধিকে বাদ দিয়েই মাঠে নেমেছে  কিউইরা। তার পরিবর্তে দলে ফিরেছেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার।

এর আগে, সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ:

টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad