ভবতোষ রায় মনা ►
দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, একমাত্র বই পড়লেই নিজেকে বদলানো যায়। তাই নিজেকে বদলানোর জন্য বই পড়তে হবে। আজ রবিবার বেলা ১২ টার দিকে গাইবান্ধার এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষ হিসেবে তুমি যদি বড় হও, তাহলে তোমার দেশ বড় হবে। মানুষ বড় হলে দেশ বড় হয়, এটা হলো আসল কথা। প্রচুর লেখা ও সাংবাদিকতার জীবন সব কিছু মিলে আমার সুভাগ্য যে আমি তোমাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। যদি সেই চর্চাটা না থাকতো তাহলে তোমাদের সুন্দর এ চেহারাটা দেখতে পেতাম না। তোমারদের ভালোবাসায় আমি অভিভুত হয়েছি, তোমাদের প্রতি ভালোবাসা রইল এবং আমি যেন বাংলাদেশের যে কোন প্রান্তে গিয়ে বলছে পারি যে গাইবান্ধার এসকেএস স্কুল এ্যান্ড কলেজটি বাংলাদেশের শ্রেষ্ঠতম কলেজ। এই প্রতিজ্ঞা তোমরা করো বাংলাদেশের শ্রেষ্ঠতম স্কুল এ্যান্ড কলেজে প্রতিষ্ঠিত করো।
তিনি আর বলেন, ‘মানুষের জীবন নদীর মতো বাঁকে বাঁকে চলে। জীবনে অনেক উত্থান পতন ঘটে। তাই বড় হওয়ার জন্য বই পড়তে হবে। বই পড়লে বইয়ের আলোয় তোমাদের জীবন আলোকিত হবে এবং জীবনে অনেক বড় হতে পারবে।’ এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের উদারতা ও ছেলেবেলার গল্প বলে শোনান। এর আগে তার আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, প্রতিষ্ঠানের উপাধাক্ষ্য ডা. অনামিকা সাহা প্রমূখ। আলোচনা সভা শেষে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইমদাদুল হক মিলন।