নিজস্ব প্রতিবেদক►
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এ সময় জোটের নেতারা জনগণের জানমাল নিশ্চিতের দাবি জানান।
আজ (শনিবার, ২৬ অক্টোবর) দুপুরে শহরের ১ নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জোটের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও রেলগেটে পৌঁছায়। মিছিল শেষে সেখানেই সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দুই মাসের বেশি সময় ক্ষমতাসীন হলেও আজ পর্যন্ত রাষ্ট্রের সংস্কারসহ কোনো কাজে হাত দিতে পারেনি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে ফেলার কার্যকর উদ্যোগ নেই।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। ফলে পিটিয়ে মানুষ হত্যাসহ চুরি-ডাকাতির ঘটনা ঘটছে অহরহ।
জোটের নেতারা রেশনিং ব্যবস্থা ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ (মার্কসবাদী)’র জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবির জেলা সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী প্রমুখ।