Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৭-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৮

নিরপেক্ষ সরকারের দাবিতে গাইবান্ধায় বাসদের পথসভা

নিরপেক্ষ সরকারের দাবিতে গাইবান্ধায় বাসদের পথসভা

নিজস্ব প্রতিবেদক►

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, গ্যাস বিদ্যুৎসহ সকল নিত্যপণ্যের দাম কমানোসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় পথসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

কেন্দ্রীয় কর্মসূচি র অংশ হিসেবে আজ রবিবার (৩০ জুলাই) বিকেল শহরের পুরাতন বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন বাসদ জেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহবায়ক ইসরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। গ্যাস বিদ্যুৎসহ সকল নিত্যপণ্যের দাম অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে। মুনাফাখোর সিন্ডিকেটের স্বার্থ রক্ষাকারী এই সরকার বাজার নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থ। অবিলম্বে বর্তমান অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি জানান বক্তারা। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সরকারি খরচে পরীক্ষা ও চিকিৎসার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad