Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৭-২০২৪, সময়ঃ সকাল ০৯:৪০

নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির উন্নয়নে বিভিন্ন নেটওয়ার্কসের সাথে এসকেএসের সভা

নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির উন্নয়নে বিভিন্ন নেটওয়ার্কসের সাথে এসকেএসের সভা

নিজস্ব প্রতিবেদক►

পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) উন্নয়নে এবং এ বিষয়ে শক্তিশালী অবস্থান গ্রহণে বিভিন্ন নেটওয়ার্ক এর সাথে সভা করেছে এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ফাউন্ডেশন- এর Rising for Rights for Strengthening Civil Society Network in South Asia to Achieve SDG 6 প্রকল্পের আওতায় বুধবার (১০ জুলাই) গাইবান্ধার এসকেএস ইন রিসোর্টের বালাসী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন নেটওয়ার্ক-এর গাইবান্ধায় অবস্থানরত সদস্যগণ অংশ নেন। Freshwater Action Network South Asia- Bangladesh (FANSA-BD), WASH Cluster, Women Forum, Bangladesh Youth Organization, Federation of NGOs in Bangladesh (FNB), Disaster Network, Human Right Forum, Gaibandha Robidas Forum, Need Assessment Working Group (NAWG) Bangladesh, GBViE Network, এবং CBO Network সহ ১১টি নেওয়ার্ক–এর ৩২ জন সদস্য সভায় অংশ নেন।

এসকেএস ফাউন্ডেশন-এর অ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক যোসেফ হালদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়াশ উন্নয়নে এবং এ বিষয়ে শক্তিশালী অবস্থান গ্রহণে নেটওয়ার্কসমূহ কীভাবে ভূমিকা রাখতে পারে বা করণীয় নির্ধারণ করতে পারে বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশ নেওয়া নেটওয়ার্ক-এর সদস্যগণ গাইবান্ধা পৌরসভাসহ জেলার অন্যান্য এলাকার ওয়াশ ব্যবস্থার নাজুক চিত্র তুলে ধরেন। তারা উল্লেখ করেন, বেশিরভাগ বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন লাইন ড্রেনের সাথে সংযুক্ত এবং বাসাবাড়ির বর্জ্য ফেলা হয় যত্রতত্র। বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলেও বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কোনো প্রকল্প নেওয়া হয় না বা সেই প্রকল্পগুলোর সাথে ওয়াশ সংশ্লিষ্ট করা হয় না। ফলে ওয়াশ ব্যবস্থা উন্নতি না হয়ে দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। 

ওয়াশ ব্যবস্থা উন্নয়নে নেটওয়ার্ক-এর সদস্যগণ কিছু প্রস্তাবনা পেশ করেন। ওয়াশ’কে একটি প্রকল্প হিসেবে না দেখে এটিকে একটি চলমান ব্যবস্থা ও আন্দোলন হিসেবে দেখতে হবে। স্থানীয় জনসাধারণকে ওয়াশ-এর গুরুত্ব বুঝিয়ে তাদের মধ্যে ওয়াশ-এর চাহিদা গড়ে তুলতে হবে। স্থানীয় জনগোষ্ঠীকে তাদের অধিকার আদায়েও সক্ষম করে গড়ে তুলতে হবে। জনসচেতনতা সৃষ্টির জন্য সঠিক তথ্য সংগ্রহ এবং একযোগে কাজ করা দরকার বলেও মনে করেন নেটওয়ার্ক-এর সদস্যগণ।

সভার সভাপতি বলেন, “বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং আবহাওয়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার স্থায়ী ও উদ্ভাবনী সমাধানে অন্তরায়। এখানে বছরের ৫ মাস থাকে এক অবস্থা এবং বাকি সময়ে থাকে আরেক অবস্থা। বন্যার সময় চরের চারপাশে পানি থাকলেও শুষ্ক সময়ে সেখানে পানিই থাকে না। ফলে সেখানে স্থায়ী কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেওয়া বেশও চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জের মধ্যে থেকেও সকলকে কাজ করে যেতে হবে।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad