Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৮

নির্বাচন নিয়ে ৬ আন্তর্জাতিক সংস্থার বিবৃতি প্রত্যাখ্যান

নির্বাচন নিয়ে ৬ আন্তর্জাতিক সংস্থার বিবৃতি প্রত্যাখ্যান

মাধুকর ডেস্ক►

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ছয়টি আন্তর্জাতিক সুশীল সমাজ সংস্থার বিবৃতি পক্ষপাতদুষ্ট ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। 

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ৬টি সংস্থার বিবৃতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন নির্বাচনের আহবানও প্রত্যাখ্যান করেছে সরকার। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ও অনেক দেশ প্রশংসা করেছে। নতুন সরকারকেও স্বাগত জানিয়েছে। এ অবস্থায় নতুন করে নির্বাচনের আহ্বান অযৌক্তিক, অগ্রহণযোগ্য। নির্বাচনে গ্রামীণ অনেক স্থানে ভোট পড়ার হার ৭০ শতাংশ বা তার চেয়েও বেশি ছিল। তাতে ভোট প্রদানের গড় হার প্রায় ৪২ শতাংশ হয়। কিন্তু শহর এলাকায় তুলনামূলক কিছু কম ভোটার উপস্থিতি ছিল। 

তাই ওই যৌথ বিবৃতি বিভ্রান্তিকর, একতরফা ও অগ্রহণযোগ্য। 

উল্লেখ্য, শুক্রবার (১২ই জানুয়ারি) ৬টি আন্তর্জাতিক সুশীল সমাজ সংস্থা ৭ই জানুয়ারির বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে গণতান্ত্রিক নীতি এবং আন্তর্জাতিক  মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad