নিজস্ব প্রতিবেদক►
মিছিল-মিটিং-সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ ও নির্বাচন বর্জন করার আহবান জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা ঘোষিত কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে আজ শুক্রবার ( ২২ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গানাসাসের সামনে শহরের ডিবি রোডে সমাবেশ হয়।
জেলা সমন্বয়ক এডভোকেট নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সবুজ মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সংগঠক পারুল বেগম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। সিন্ডিকেট ব্যাবসায়ীরা নিত্যপণ্যের মুল্য লাগামহীন ভাবে বৃদ্ধি করছে। ঘুষ-দুর্নীতি-লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ঘুষ-দুর্নীতি, সিন্ডিকেটের পাহাড়াদার বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার জন্য একতরফা প্রহসনের নির্বাচন করছে। তারা বিরোধী মত-পথ দমনের জন্য মিছিল-মিটিং-সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সেইসাথে নেতৃবৃন্দ নির্বাচন বর্জনসহ প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।