নিজস্ব প্রতিবেদক►
পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে গাইবান্ধায় কাজ করছে একদল তরুণ-তরুণী। তাদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন শহর তথা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে গঠিত ‘গাইবান্ধা ইয়ুথ অরগানাইজেশন’ নামক এ সংগঠনটি গাইবান্ধায় পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।
এরই ধারবাহিকতায় সংগঠনটির দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে গাইবান্ধা পৌরপার্কে সংগঠনটির পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
এ অভিযানে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা পৌরপার্কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক তুলে ডাস্টবিনে রেখেছেন। পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের কাছে গিয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে উৎসাহ দিয়েছেন এবং সচেতনামূলক বার্তা পৌঁছান।
স্বেচ্ছাসেবীরা বলছেন, যতদিন মানুষ নিজে সচেতন না হবে ততদিন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে না। তাই মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি করতে গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন শহর তথা বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনটির পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপ-পরিচালক আশফিকা জাহান আফি, সাধারণ সম্পাদক এস এম মামুন, সদস্য মো. তাওহীদ, মো. শিহাব, নাইমুর রহমান, মো. ফয়সাল, আরিফা আক্তার, রেজোয়ান সরকা, বৃষ্টি ইসলাম, মোহাম্মদ শিমুল, অথৈ সরকার, জিম মারুফ, কারিমুন আক্তার, আতিকুর রহমান আতিক, মো. রিদয়সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।