পলাশবাড়ী পৌর প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কর্মরত ৫ সাংবাদিকের উপর হামলাকারী ও এঘটনার সাথে অধ্যক্ষসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷
৬ আগস্ট রবিবার বিকেল ৩ টায় পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির আয়োজনে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম,সহ-সভাপতি মিজানুর রহমান মিলন মন্ডল,সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম সেলিম,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রানা,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক,দপ্তর সম্পাদক সাহারুল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা গোবিন্দগঞ্জের সাংবাদিকদের উপর হামলাকারী অধ্যক্ষসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান ।এছাড়াও সারাদেশ ব্যাপী কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবী জানান।