Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৩

পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন

পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন বছরের প্রথমদিন উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালন করা হয়েছে।

আজ সোমবার (১ জানুয়ারি) সকালে পৌরশহরের পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণের মধ্যদিয়ে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। 

সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন, অত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী সরকার ও প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান। 

পরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। 

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেল্লাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান দোলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান ছাড়াও শিক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এদিকে, পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল আব্দুল মজিদ আকন্দ ও প্রভাষক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপনসহ সংশ্লিষ্টরা।

অপরদিকে, পৌরশহরের পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।  এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ্ মুহাম্মদ মাহাবুবুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এসময় অধ্যক্ষ মাহাবুব হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের হাতের নতুন বছরের বই তুলে দেয়াসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad