Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১-২০২৩, সময়ঃ রাত ০৮:১৭

পলাশবাড়ীতে পছন্দের লোককে নিয়োগ দিতে অধ্যক্ষকে চাপ দেওয়ার অভিযোগ

পলাশবাড়ীতে পছন্দের লোককে নিয়োগ দিতে অধ্যক্ষকে চাপ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ► 

গাইবান্ধার পলাশবাড়ী  উপজেলার মাঠেরবাজার আবু বকর ফাজিল ডিগ্রী মাদরাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ দিতে হুমকি ধামকিসহ অনৈতিক প্রস্তাবে অধ্যক্ষ সাইদুর রহমান রাজি না হওয়ায় উক্ত মাদরাসার গভর্নিং বডির সদস্য নাজমুল হক প্রধান কর্তৃক হামলা, এবং আদালতে হয়রানীমূলক মামলা দায়ের করাসহ নিয়োগ পরীক্ষা রুমে ডিজির প্রতিনিধি মাহফুজা ইয়াসমিন'কে অপমান এর ঘটনা ঘটেছে। 

এতে করে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত কামনায় সাংবাদিকদের সহযোগীতা কামনা করে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে মাঠেরবাজার আবু বকর ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ-শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

মাঠেরবাজার আবু বকর ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ'র আয়োজনে সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ সাইদুর রহমান সরকার বলেন, গত ২৭ জানুয়ারি  আমার প্রতিষ্ঠানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম হিসাব সহকারী দুটি পদে নিয়োগ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

উক্ত নিয়োগ পরীক্ষাকে বিতর্কিত করতে গভর্নিং বডির সদস্য নাজমুল হক প্রধান তার চাচা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার্থী মাহমুদুল হক প্রধান ও মামাতো ভাই অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে পরীক্ষার্থী হাফিজুর রহমান'কে নিয়োগ দেয়ার জন্য আমাকে বিভিন্ন মাধ্যমে চাপ দেয়াসহ অর্থনৈতিকভাবেও তারা প্রস্তাব দেয়। আমি তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় উক্ত সদস্য নাজমুল হক প্রধান আদালতে হয়রানীমুলক মামলা দায়ের করেন এবং মামলাটি অত্র আদালত ২ অক্টোবর ২২ ইং তারিখ খারিজ করেন। সংবাদ সম্মেলনে উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত কামনায় সাংবাদিকসহ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপাধ্যক্ষ রশিদুল হক প্রধান, সহঃ অধ্যাপক শফিকুল ইসলাম, শফিউল  ইসলাম, প্রভাষক ইদ্রিস আলী সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad