Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫৪

পলাশবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন

পলাশবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন

পলাশবাড়ী প্রতিনিধি

স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ শুভ উদ্বোধন  করা হয়েছে। প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় পলাশবাড়ী উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি  হাসপাতাল এর বাস্তবায়নে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য  এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন সভাপতিত্বে বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকশেদ চৌধুরী বিদু্্যত, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মন্ডল, পলাশবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রহমান, পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আদম মালিক চৌধুরী মহাব্বতজান এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি  হাসপাতাল এর কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন। আলোচনা শেষে ক্রেষ্ট বিতরণ  ও প্রদর্শনী ষ্টল পরিদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad