পলাশবাড়ী পৌর প্রতিনিধি ►
পলাশবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোলকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল গোলকাপ টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার বিপ্লব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার, কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোলকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে জয়ী হয়। অপর দিকে বালিকাদের খেলায় পূর্বগোপিনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে রাইতি নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।
এসময় সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন।