Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৬-২০২৫, সময়ঃ রাত ০৮:০৭

পলাশবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক►

প্রেমের সম্পর্কের পর বিয়ের তিন মাসের মাথায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত দু’জন হলেন- ১৮ বছরের রাসেল মিয়া ও ১৫ বছরের জুঁই খাতুন।

রাসেল মিয়া ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। একই গ্রামের বাসিন্দা ছিলেন জুঁই খাতুন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমের সম্পর্কের পর রাসেল ও জুঁই বিয়ে করেন। বিয়ের পর তাদের জীবন ছিল সুখী এবং কোনো ধরনের ঝামেলা ছিল না। গত সোমবার (২ জুন) দুপুরে তারা একসঙ্গে পুকুরে গোসল করে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে নিজেদের ঘরে চলে যান।

তবে মঙ্গলবার সকালে রহস্যজনকভাবে দুজনের মরদেহ ঘর থেকে উদ্ধার করা হয়। রাসেলের মা রাশিদা বেগম ভোরে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখতে পান, রাসেল ও জুঁই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাসেল গলায় গামছা ও জুঁই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad