Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:৫১

পলাশবাড়ীতে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত

পলাশবাড়ীতে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত

সোহেল রানা, পলাশবাড়ী পৌর প্রতিনিধি►

পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের টেপিদহ বিলের রাস্তায় ঝুঁকিপূর্ন কালভার্ট দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। জীবনের ঝুঁকি  নিয়ে কালভার্টের ওপর দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশা মানুষ চলাচল করছে। এলাকাবাসীর দাবি একটি ব্রীজ নির্মাণের।

সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের টেপিদহ বিলের রাস্তায় আনুমানিক ২০ বছর পূর্বে একটি কালর্ভাট নির্মাণ করা হলে সময়ের ব্যবধানে কালভাটর্টি এখন ঝুঁকিপূর্ন অবস্থা রয়েছে।কালভার্টটি দুই পাশের নিচের অংশে ভেঙ্গে যাওয়ার ফলে ঝুঁকিপূর্ন কালভার্টের ওপর দিয়ে ওই এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী, চাকুরীজীবি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে।

এলাকাবাসী দীর্ঘদিন থেকে ভাঙ্গা কালভার্টটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল  করে আসছে। ঝুকিঁপূর্ন কালভার্টটির ওপর দিয়ে চলাচলের কারনে পথচারীরা যেকোন মুর্হুতে মারাত্বক  দূর্ঘটনার কবলে পড়তে পারেন। তাই ভাঙ্গা কালভার্টটি ভেঙে ওই স্থানে দ্রুত একটি ব্রীজ নির্মাণ করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

কিশোরগাড়ী গ্রামের রেজাউল মিয়া,জানান,এখানে ছোট একটি কালভার্ট নির্মান করা হলে আর আমাদের দূর্ভোগ থাকবে না।আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি দ্রুত যেন ছোট হলেও একটি ব্রীজ নির্মাণ করা হয়।

কিশোরগাড়ী গ্রামে ৮ম শ্রেনির ছাত্র কাওসার মিয়া,নবম শ্রেনির ছাত্রী সিনতিয়া,দশম শ্রেনির ছাত্রী আশামনি জানানএখানে কালভার্টটি ভেঙ্গে যাওয়ার কারনে আমাদের ছোট বড় সকলের সমস্যায় পড়তে হয়।দীর্ঘদিন থেকে ভাঙ্গা রয়েছে কেউ এটা নিয়ে ভাবেন না।তবে এখানে একটি কালভার্ট হোক আর ব্রীজ হোক জরুরী ভাবে দরকার।তাহলেই এ এলাকার মানুষের দূর্ভোগ দুর হবে।

কিশোরগাড়ী ইউপি সদস্য আঃ সালাম,পারুল বেগম জানান,মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ওখানে একটি ব্রীজ নির্মাণ করা প্রয়োজন।যাতে ওই এলাকার মানুষের সমস্যা দুর হয়।আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান,যদি মানুষের চলাচলে দূর্ভোগ হয় তাহলে খোজ খবর নিয়ে আমরা পদক্ষেপ গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad