Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৮-২০২৩, সময়ঃ সকাল ১১:০৪

পলাশবাড়ীতে শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পলাশবাড়ীতে শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধি►

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলা ও জেলা প্রশাসন বরাবার ওই স্কুলের দুইজন ভুক্তভোগী শিক্ষক লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ২০০৩ সালে শিক্ষক পদে নিয়োগ পান মো. শাহ আলম। পরের বছর ২০০৪ সালে এমপিওভুক্ত হন তিনি। এরপর ২০১৩ সাল থেকে রেগুলার (নিয়মিত) সহকারী শিক্ষক পদে বাংলা বিষয়ে এমপিওতে মুদ্রিত হন। কিন্তু ১০ বছর পর সম্প্রতি এমপিওতে তার নামের পূর্বে রেগুলার (নিয়মিত) এর পরিবর্তে সেকশন (শাখা) সহকারী শিক্ষক বাংলা মুদ্রিত হয়েছে।

এমন অবস্থা ওই স্কুলের আরেক শিক্ষক মোছা. ছাবিনা ইয়াসমিনেরও। তিনি ২০১৩ সালে শূণ্য পদে সমাজ বিজ্ঞান বিষয়ে নিয়োগ পেয়ে এমপিওভুক্ত হন ২০১৪ সালে। কিন্তু বর্তমানে এমপিওতে সমাজ বিজ্ঞান বিষয়ের পরিবর্তে বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ছাপা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, ২০১৩ সালে বিদ্যালয়টির তৎকালীন প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম অবসর গ্রহণ করায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সরকার বিধিমত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেয়ার পরই রাজশাহী বোর্ড আমলের ৪টি শাখা দেখিয়ে ওই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক কে.এম সুফিয়ার রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করেন। বিদ্যালয়ের সেই সময়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তাজমিনুর রহমানের জামাতা মো. রুমন মিয়াকে উক্ত শাখায় সহকারী শিক্ষক পদে সমাজ বিজ্ঞান বিষয়ে নিয়োগ প্রদান করেন। সেইসাথে প্রধান শিক্ষক পদে মো. শফিকুল ইসলাম সরকার নিজেই নিয়োগপ্রাপ্ত হন।

২০১৫ সালে প্রধান শিক্ষক পদে দায়িত্ব নেয়ার পর অর্থের বিনিময়ে ওই একই শাখায় সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেন। ফলে ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ের মোট শিক্ষক হয় ৩ জন। এরপর মো. আসাদুজ্জামানকে আবারও অর্থের বিনিময়ে ২০২২ সালে রেগুলার (নিয়মিত) সহকারী শিক্ষক পদে সমাজ বিজ্ঞান বিষয়ে এমপিওভুক্ত করানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সরকার বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষকদের নিয়োগ এবং এমপিওভুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মাহতাব হোসেন বলেন, লিখিত অভিযোগের কপি পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad