পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর ৪ বছরের শিশু বায়েজিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ মে) বিকেল ৪টায় বাড়ীর পাশে ধান ক্ষেত থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেন।
আব্দুল্লাহ ওরফে বায়েজিদ উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা (বালুখোলা) গ্রামের সৌদি প্রবাসী তাহেরুল ইসলামের ছেলে।
এঘটনায় ঐ রাতেই থানা পুলিশ রহস্য উদঘাটনে প্রায় সারারাত বিভিন্নভাবে বায়েজিদ নিখোঁজ হওয়ার রহস্যর ক্ললু খুঁজতে থাকে। এবিষয়ে কোন ক্ললু কিনারা না পেয়ে নিখোঁজ বায়েজিদের মা রাহেনা বেগম পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ৮ মে দিন দুপুরেই নিজ বাড়ীর উঠান থেকে নিখোঁজ হন শিশু আব্দুল্লাহ ওরফে বায়েজিদ (৪) নামের এই শিশু।