Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-২-২০২৪, সময়ঃ সকাল ১১:৫১

পলাশবাড়ীতে সিপিবির সম্মেলন: সভাপতি নান্নু, সম্পাদক সাজু

পলাশবাড়ীতে সিপিবির সম্মেলন: সভাপতি নান্নু, সম্পাদক সাজু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল্লাহ আদিল নান্নুকে সভাপতি ও ইয়াদুল ইসলাম সাজু মাস্টারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচন করা হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী শহিদ মিনার চত্বরে সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি লাল পতাকা মিছিল বিভিন্ন সড়ক ঘুরে আসে।

উপজেলা সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।

এ ছাড়াও জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, ইয়াদুল ইসলাম সাজু মাস্টার, কৃষক নেতা গোলজার রহমানসহ আরও অনেকে বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন পলাশবাড়ী উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad