Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:২৮

পাকিস্তানকে হারিয়ে আবারও চমক দেখালো আফগানিস্তান

পাকিস্তানকে হারিয়ে আবারও চমক দেখালো আফগানিস্তান

মাধুকর ডেস্ক ►

পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে আবারও চমক দেখালো আফগানিস্তান। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের পঞ্চম খেলায় আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। 

আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান। ব্যাট করতে নেমে দুই ওপেনার আব্দুল­াহ শফিক ও ইমাম উল হক জুটি ৫৬ রান যোগ করেন। ইমাম ১৭ রানে আউট হলেও, হাফ সেঞ্চুরি পান আব্দুল্লাহ শফিক। এছাড়া অধিনায়ক বাবর আজম ৭৪ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তবে মিডল অর্ডারের বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। শেষ দিকে, শাদাব খান ও ইফতিখার আহমেদ দু’জনেই ৪০ রান করে যোগ করেন। 

জবাবে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান জুটি ১৩০ রান করে দলকে জয়ের ভিত গড়ে দেন। জাদরান ৮৭ ও রহমতুল্লাহ ৬৫ রানে আউট হন। তবে রহমত শাহ ও অধিনায়ক হাজমতুল্লাহ শাহিদী দুর্দান্ত ব্যাট করে দলকে জয়ের বন্দরে নোঙর করান। 

এবারের বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় জয়। এর আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিলো আফগানিস্তান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad