মাধুকর ডেস্ক►
ভারতের কাছে হেরে ফাইনালে ওঠার সুযোগ গতকালই হারিয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল সোনা জেতার আশা। তাই বলে একদমই খালি হাতে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা থেকে ফিরছেন না বাংলাদেশের মেয়েরা।
তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে আজ সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তাঁরা। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে করে ৬৪ রান। বাংলাদেশ ১৮.২ ওভারে ৫ উইকেটে লক্ষ্য অতিক্রম করে।
৯ বছর পর এশিয়ান গেমসে পদক পেলো নারী ক্রিকেট দল। এর আগে ২০১৪ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো। এই টুর্নামেন্টে তৃতীয়বার পদক পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ২০১০ সালে চীনে প্রথমবার তাদের গলায় রুপার পদক শোভা পায়। ওইবারও ফাইনালে তারা পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়।