পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►
পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টার সময় জ্ঞানাঙ্কুর পাইল উচ্চ বিদ্যালয় চত্ত¡র থেকে পহেলা বৈশাখ ১৪৩০ নববর্ষের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রাটি জ্ঞানাঙ্কুল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শহরের সিঙ্গারমোড় হয়ে ঢাকা মোড়ে এসে শেষ হয়।
উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশনেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, পার্বতীপুর মহিলা কলেজের অধ্যক্ষ দীপেশ রায় সিংহ ও পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা।