পার্বতীপুর প্রতিনিধি ►
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান স্যারের প্রতিষ্ঠিত ও পরিচালিত জ্ঞান বিকাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল হাবড়ার আয়োজনে আজ শনিবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বরে পরীক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার লক্ষে এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষে শীর্ষক আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞান বিকাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সভাপতি ও গণ ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক এপিএস নজমুল হক খুশি। প্রধান অতিথি হিসেবে সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাহিগঞ্জ কামিল মাদরাসার রংপুর সিটির ভাইস প্রিন্সিপ্যাল মওলানা মোঃ সাইফুল ইসলাম, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এহতেসানুল হক। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক নুরুন নবী, সাবেক ইউপি সদস্য মোকছেদ আলী, পার্বতীপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব নয়ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী ও সূধীজন।
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণির প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় শেরপুর-ভবানীপুর কাষ্ট্যারের মধ্যে কৃতিত্বের সাথে ১ম স্থান নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় পার্বতীপুর উপজেলার মধ্যে কৃতিত্বের সাথে ২য় স্থান অর্জন করে জ্ঞান বিকাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল।