Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫২

পার্বতীপুরে ১৫০ মন্ডবে উদযাপন করা হবে দুর্গোৎসব

পার্বতীপুরে ১৫০ মন্ডবে উদযাপন করা হবে দুর্গোৎসব

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

পার্বতীপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠভাবে উৎযাপন উপলক্ষ্যে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। 

দুর্গোৎসব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহমাদুল হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র সিং, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম, উপজেলার আনসার ও ভিডিপি অফিসার মোহাম্মদ নাসিমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ দূর্গা পূজা মন্ডবের সভাপতি, সম্পাদক ও সূধীজন। 

সকল বক্তারা দূর্গা পূজা উৎসবে বলেন, ধর্ম যার যার উৎসব সবার, আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ও সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করা হবে বলে জানান। এবারে পার্বতীপুর উপজেলায় ১০টি ইউনিয়নে মোট ১৫০টি দূর্গা পূজার মন্ডব তৈরী করা হবে এবং ২৯টি মন্ডবে বাসন্তি পূজা করা হবে। এর আগে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad