আন্তর্জাতিক ডেস্ক ►
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সৈন্যরা। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা জাপোরিঝিয়া অঞ্চলের পশ্চিমের গ্রাম পিয়াতিখাটকি পুনরুদ্ধার করেছে। চলতি মাসের শুরুতে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে এই ফ্রন্টে এটি কিয়েভের দ্বিতীয় জয়।
আংশিক-অধিকৃত জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ বলেছেন, ইউক্রেন গ্রামটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। রুশ সেনারা গোলাবর্ষণের মাধ্যমে পাল্টা আক্রমণের চেষ্টা করছে।
এদিকে সেখানকার পরিস্থিতি নিয়ে ইউক্রেনের প থেকে তাৎণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরাও বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
এর আগে রোববার গোয়েন্দা তথ্য যুক্তরাজ্য জানিয়েছিল, পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে জাপোরিঝিয়া হলো তীব্র লড়াইয়ের অবস্থান। এছাড়া, যুক্তরাজ্য জানিয়েছে, বাখমুত শহরের আশপাশে এবং ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলেও যুদ্ধ চলছে।
ইউক্রেন এই অঞ্চলগুলোতে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। তারা ছোট ছোট অগ্রগতি করেছে। তবে রাশিয়ান বাহিনী ইউক্রেনের দেিণ তুলনামূলকভাবে কার্যকর প্রতিরামূলক অভিযান পরিচালনা করছে।