নিজস্ব প্রতিবেদক ►
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এনডিসি দুইদিনের সফরের দ্বিতীয় দিনে গাইবান্ধায় এসকেএস ফাউণ্ডেশন-এর সামাজিক উদ্যোগ কর্মসূচির বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ১৫ মার্চ বুধবার সকালে তিনি, সংস্থার অঙ্গ-প্রতিষ্ঠান রেডিও সারাবেলায় অতিথি আলাপনে অংশ নেন। এরপর এসকেএস জেনারেল হাসপাতাল ও এসকেএস চক্ষু হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং রোগীদেও সাথে কথা বলেন।
তিনি এসকেএস ফাউণ্ডেশনের প্রধান কার্যালয় সংলগ্ন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষার পরিবেশ এবং সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। পরিদর্শন শেষে ড. নমিতা হালদার এসকেএস ফাউণ্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সংস্থার কর্মসূচি পরিদর্শনে ড. নমিতা হালদার সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় কালে ড. নমিতা হালদার, এনডিসি চরাঞ্চলে এবং অতিদরিদ্র অঞ্চলের জনোগোষ্ঠির জীবনমান উন্নয়নে এসডিজি’র লক্ষ্যপূরণে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পিছিয়ে থাকা জনগোষ্ঠির উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন সমূহকে এগিয়ে আসার অনুরোধ করেন।
তিনি পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এসকেএস ফাউণ্ডেশন- এর বাস্তবায়িত কর্মসূচিসমূহে আরও কিভাবে প্রান্তিক জনগোষ্ঠির অংশগ্রহণ বাড়ানো যায় এবং এই জেলার প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে আরও কোন কোন কর্মসূচির বাস্তবায়ন সম্ভব, সে বিষয়ে সকলের মতামত ও সহযোগিতা প্রত্যাশা করেন। চরাঞ্চলের কৃষির উৎপাদনে ক্ষুদ্র ঋণ সহায়তাকে আরও বেশি সম্প্রসারণ করতে পরামর্শ দেন।
তিনি স্থায়ীত্বশীল উন্নয়নে সামাজিক বন্ধনকে আরও বেশি নেটওর্য়াক ভিত্তিক করতে এবং সরকারের বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি চরাঞ্চলের উৎপাদিত ফসল বাজারজাত করণে স্থানীয় বাজার ব্যবস্থার উন্নয়নে পিকেএসএফ-এর সহায়তায় কর্মসূচি বাস্তবায়নের সম্ভব্যতার কথা জানান।
মতবিনিময় সভায় সংস্থার নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনসহ সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।