পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জ পৌর সভার কতিপয় কাউন্সিলর কর্তৃক পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্থ করতে যে নানা ষড়যন্ত্র আটছেন তার বিরুদ্ধে আজ বুধবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা আ’লীগ অংগ সংগঠনের নেতাকর্মিরা।
দুপুরে দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করার পর পৌর কার্যালয় প্রাঙ্গনে এক সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্তরের সহস্্রাধীন নেতাকর্মি অংশ নেন।
এতে বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাসেল মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল আজাদ মন্ডল ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক মিয়া। মিছিলকারীরা পীরগঞ্জ পৌরসভার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারী করে দিয়ে বলেন-ষঢ়যন্ত্রকতারীরা যত শক্তিশালীই হোক কঠোর হস্তে তাদের প্রতিহত করা হবে।