Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকের ভিত্তি প্রস্তুর স্থাপন ও গাছের চারা রোপন 

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকের ভিত্তি প্রস্তুর স্থাপন ও গাছের চারা রোপন 

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ►

রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু স্মৃতি স্থাপনের যে পরিকল্পনা তা অনেক আগে থেকেই সরকারের মধ্যে ছিলো, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়সহ স্থানীয় সরকারের বরাদ্দে সারা বাংলাদেশে স্কুল, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ সকল জায়গাতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি স্থাপন এবং মুজিব কর্ণার স্থাপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পীরগঞ্জ উপজেলার ১৩নং রামনাথপুর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু স্মৃতি কর্নার ভিত্তি  প্রস্তুর স্থাপন করা হলো। 

আজ রোববার তিনি রংপুরের পীরগঞ্জ পৌরসভা, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। তিনি আরও বলেন, পীরগঞ্জকে উন্নয়নের লক্ষে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকের ভিত্তি প্রস্তুর স্থাপন ও গাছের চারা রোপন করেন। এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, পৌরসভার মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামসহ আরো অনেকে । 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad