Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬

পুলিশের ওপর হামলা করে আটক ৩ নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি

পুলিশের ওপর হামলা করে আটক ৩ নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পুলিশের হাতে আটক ৩ নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজনরা। আজ রবিবার (২৯ অক্টোবর) বেলা ১টার দিকে হরতাল চলাকালে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনের গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের রংপুর চিনিকল এলাকায় যান চলাচলে বাঁধা দিয়ে পিকেটিং করছিল একদল বিএনপি নেতা-কর্মী। খবর পেয়ে বেলা ১টার দিকে গোবিন্দগঞ্জ থানার ওসি সহ একদল পুলিশ এসে সেখান থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুজাসহ ৩ বিএনপি নেতাকে আটক করে পুলিশের ভ্যানে তোলে। এ সময় স্থানীয় গোপালপুর গ্রামের একদল নারী-পুরুষসহ তাদের স্বজন ও উপস্থিত বিএনপির নেতাকর্মীরা অতর্কিত পুলিশ ভ্যানে আক্রমণ করে। 

এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয়ে আটকদের ছিনিয়ে নেয়। এ ছাড়াও তারা রাস্তা আটকে পুলিশকে আক্রমণ করে কয়েকজন পুলিশ সদস্যকে মারপিট করে। তখন পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ  ছিনিয়ে নেওয়া নেতা-কর্মীদের আর আটক করতে পারেনি।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে তাৎক্ষণিক একটি মিছিল বের করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad