Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১১

প্রদৃপ্ত প্রকল্পের দুর্যোগ সহনশীল জীবিকায়ন কর্মশালা

 প্রদৃপ্ত প্রকল্পের দুর্যোগ সহনশীল জীবিকায়ন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ►

প্রদৃপ্ত প্রকল্পের দুর্যোগ সহনশীল জীবিকায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে হরিণ সিংহাস্থ এসকেএস ফাউণ্ডেশন প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহদত হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মারজান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলীর উপসহকারি প্রকৌশলী মো: রাকিবুল হোসেন, সদর উপজেলার মোল্লারচর ইউপি চেয়ারম্যান মো: সাইদুর রহমান। প্রকল্পের উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউণ্ডেশনের ফিল্ড অপারেশন সহকারি পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার। প্রদৃপ্ত প্রকল্পের পরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কেয়ার বাংলাদেশ টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো: বায়েজীদ বোস্তামী।

কর্মশালার সমাপনি বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ কর্মসূচি ব্যবস্থাপক এসএম জগলুল রাজিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউণ্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক ফারুক হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলায় কৃষি এবং জীবিকা সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন স্টেকহোল্ডার বৃন্দ।

কর্মশালায় বন্যা সহনশীল আগাম জাতের ফসল, বন্যা সহনশীল প্রযুক্তি, কমিউনিটি সিড ব্যাংক, সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ ও ওয়ান স্টপ কৃষি সহায়তা প্রদান নিয়ে বক্ততারা মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad