Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৬-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৯

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য রংপুর জেলা আ’লীগের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য রংপুর জেলা আ’লীগের তদন্ত কমিটি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ এনে রংপুরের পীরগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজার অব্যাহতি চেয়ে ১৪জুন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু লিখিত অভিযোগ করেন।

পরবর্তিতে ভারপ্রাপ্ত সভাপতি অই অভিযোগ ভিত্তিহীন দাবি করে পৃথক অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে জেলা আ’লীগ ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১১জুন প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবসে উপজেলা আ’লীগ আয়োজিত কর্মসূচীতে ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্য’র বিষয়ে সঠিক তথ্য সরেজমিনে তদন্ত পুর্বক ২৪জুনের মধ্য প্রতিবেদন দাখিলে নির্দেশনা দেয়া হয়।

জেলা আ’লীগের আহবায়ক কমিটির আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল স্বাক্ষরিত চিঠিতে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলাকে। এছাড়াও অপর ৪জন সদস্যরা হলেন- জেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম, গোলাম মোস্তফা মনি, এরশাদুল হক রনজু ও হাফেজ আল্লামা ময়নুল ইসলাম। ১১জুন কারামুক্তি দিবসে ভারপ্রাপ্ত সভাপতি প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, তিনি দেশ চালাতে পারদর্শি হলেও দল চালাতে দক্ষ নন। প্রতিটি বিভাগে সাংগঠনিক সম্পাদক নিযুক্ত থাকলেও কেউ পীরগঞ্জে আসেননি।

ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতাদের টাকা দিয়ে রংপুরে আনতে হয়। আলোচনা সভায় উপস্থিত নেতারা তাৎক্ষনিকভাবে নুরুল আমিনের বক্তব্যর প্রতিবাদ করেন। সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টুর সাথে এ নিয়ে বাগবিতন্ডার পর হাতাহাতির উপক্রম হয়। মুহুর্তে ক্ষোভে ফুঁসে উঠেন উপজেলা আ’লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা আপত্তিকর বক্তব্যর প্রতিবাদ জানিয়ে বলেন, নানা ঘাট মাড়িয়ে দলে আসা ব্যক্তির মুখে দলীয় সভাপতির মূল্যয়ন সাজে না। উনি ছাত্র ইউনিয়ন, জাতীয় পার্টি ও ন্যাপের রাজনীতি করেছেন।

মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার কাছে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্তব্য জানান, কেন্দ্রীয় আ’লীগের জাতীয় পরিষদের সদস্য খলিলুর রহমান মন্ডল, সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, মকবুল হোসেন সরদার, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, শফিউর রহমান মন্ডল মিলন, শ্রম সম্পাদক সরওয়ার জাহান, প্রচার সম্পাদক আব্দুল খালেক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ রতনসহ অনেকে। এদিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জানান, আপাতত ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজাকে বাদ দিয়ে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad