নওগাঁ প্রতিনিধি ►
“মাদকাসক্তি রুখবোই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বোই” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চাঁপাপুর শাখার আয়োজনে কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেনের সভাপতিত্বে ও প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার, সহকারী পুলিশ সুপার (অবসর প্রাপ্ত) মোঃ আবু হেনা মোস্তফা কামাল, প্রশিকা কেন্দ্রীয় অফিসের সহকারী পরিচালক আব্দুর রহিম মোল্লা, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ দাস, চাঁপাপুর জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা সভাপতি কাউসার আলী, প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক জেকের আলী, চাঁপাপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম, চাঁপাপুর এলাকা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন প্রমূখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রশিকার সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।